ওয়াশিংটন ডিসির মেয়র পালন করছে ‘বাংলাদেশ দিবস’ গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯ বাংলাদেশের স্বাধীনতার ৪৯তম বার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক বার্তায় ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এ সিদ্ধান্ত জানান। ওই বার্তায় জানানো হয়, “এই দিনে বাংলাদেশ তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করে, যারা এই স্বাধীনতা এনে দিয়েছে।” শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যে ভূমিকা রাখায় এবং বিভিন্ন স্থানীয় আয়োজনে অংশ নেওয়ায় ওই বার্তায় বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ দেন মেয়র। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালেও ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন ওয়াশিংটন ডিসির মেয়র। সুত্র : একুশে টেলিভিশন SHARES আন্তর্জাতিক বিষয়: ওয়াশিংটন. ডিসিবাংলাদেশ দিবস 120x600 #StayHome Sale 2020