স্বাধীনতা দিবসে সিরাজুল ইসলাম মেডিক্যালে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ২৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

সোমবার সকালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অধ্যক্ষ ডা. এম এ আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এম এ আজিজ বলেন, প্রতিবারের মতো এবারও আমরা জাতীয় দিবসগুলোতে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়েছি।

চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের রোগ নির্ণয়ে প্যাথলজি পরীক্ষার ওপর ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং অন্যান্য পরীক্ষার ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেবে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবাগ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকারেও (ফলো আপ) ভিজিটমুক্ত সুবিধা পাবেন।

স্বাধীনতা দিবসে হাসপাতালটির বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারি, গাইনি ও অবস, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্ম ও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেবেন।

 

সুত্র : রাইজিংবিডি