স্বাধীনতা দিবসে সজল-ঊর্মিলার ‘ভাস্কর্য’

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘ভাস্কর্য’। আহমেদ ফারুক রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, সজল-ঊর্মিলা খুব ভালো বন্ধু। সজল বেকার যুবক। সে ডাকটিকিট সংগ্রহ ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে। অন্যদিকে ঊর্মিলা একজন ছাত্রী। সে একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চায়। পরবর্তীতে ক্যামেরা কেনার বিষয়ে সজল তাকে সহায়তা করে। ক্যামেরা ছাড়াও নানা খাতে অর্থ প্রয়োজন হয়। তাই সজল তাকে একটি এনজিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর ঊর্মিলাকে নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।

নাটক প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ‘‘মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা আগে থেকেই। সেই দুর্বলতা থেকেই ‘ভাস্কর্য’ নাটকে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌতূহল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দের। এর কাজও দারুণ হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

সরকার মিডিয়া ভিশন ও লাইফ গোল্ড মিডিয়া প্রযোজিত নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরাসহ অনেকে।

সম্প্রতি রাজধানীর উত্তরার আপন ঘর শুটিং হাউজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২৬ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে নাটকটি প্রচার হবে।

 

সুত্র ; রাইজিংবিডি