আর্জেন্টিনা দলের অনুশীলনে মেসি

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

রাশিয়া বিশ্বকাপের পর গত আট মাস আর্জেন্টিনা জার্সিতে দেখা যায়নি লিওনেল মেসিকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা জাতীয় দলে ফিরবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। তবে সব জল্পনার অবসান করে জাতীয় দলে ফিরেছেন মেসি। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে।

মেসি আর্জেন্টিনা দলে ফিরছেন-এটা আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন তিনি। প্রত্যাবর্তনের পর স্পেনের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন বার্সেলোনা সুপারস্টার।

গতকাল সোমবার রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে অনুশীলন করে আর্জেন্টিনা দল। আসছে শুক্রবার এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা।

কোপা আমেরিকায় পরপর দুটি আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ আসর এবার বসবে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের মাটিতে। আরও একবার বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের আশায় আবারো আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

 

সুত্র : রাইজিংবিডি