নাঈম রাশিদকে মরণোত্তর পদক দেবে পাকিস্তান

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলাকারীকে প্রতিরোধ করে নায়ক বনে যাওয়া নাঈম রাশিদকে সাহসীকতার জন্য মরণোত্তর পদক দেবে পাকিস্তান। এক টুইটার বার্তায় এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গত রবিবার টুইট বার্তায় ইমরান খান বলেছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলাকারীকে বাধা দেওয়া মিয়া নাঈম রাশিদের ভূমিকায় পাকিস্তান গর্বিত। জাতীয় পদকের মাধ্যমে এই সাহসিকতার স্বীকৃতি দেওয়া হবে।

পাকিস্তানের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় সুত্র জানায়, পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসিন্দা ছিলেন নাঈম রাশিদ। সেখানে থাকাকালীন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন নইম। পরে শিক্ষকতার চাকরি নিয়ে নিউজিল্যান্ডে চলে যান।

মন্ত্রণালয় সুত্র আরও জানায়, হামলায় নিহত অন্য পাকিস্তানিদের পরিবারের সদস্যদের জন্যও সহায়তার হাত বাড়িয়ে দেবে পাকিস্তান সরকার।

এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নৃশংস হত্যাযজ্ঞ চালায় ব্রেন্টন ট্যারান্ট। আর সে সময় এই সন্ত্রাসী হামলাকারীকে জাপটে ধরে আটকান নাঈম। প্রতক্ষদর্শীরা বলেন, তাকে যদি আটকানোর চেষ্টা না করা হতো তাহলে বিশ্ববাসীকে আরো নারকীয় হত্যাযজ্ঞ দেখতে হতো।

আল নূর মসজিদে হামলায় মোট ৯ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। নাঈম রাশিদ তাদের একজন।

সুত্র : প্রবাসী বাংলা রিপোর্ট