উলিপুরের শিশু শিল্পী অর্জনের সাফল্য

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

কামরুজ্জামান স্বাধীন :

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন এবং আন্তঃ প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর বিজয়ীদের মাঝে পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিার কাছ থেকে ব্রোঞ্চ পদক ও পুরুস্কার গ্রহন করেছে উলিপুরের শিশু শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার র্অজন।

জাতীয় লোকসংগীত বিষয়ে তৃতীয় স্থান অধকিার করায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলন কেন্দ্রে বুধবার (১৩ মার্চ) শিশু শিল্পী অর্জনের হাতে ব্রোঞ্চ পদক, সনদ ও পুরুস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিশু শিল্পী অর্জনের জন্ম ২০১০ সালরে ১৬ র্মাচ। জীবন কুমার পোদ্দার- সুস্মিতা বনিক (লিপী) দম্পত্তির একমাত্র সন্তান র্অজন, তিন বছর বয়স থেকেই সংগীত র্চচা শুরু করেন। বাবা জীবন কুমার পোদ্দার পেশায় আরডিআরএস’র উন্নয়ন র্কমী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের লোকসংঙ্গীত শিল্পী। অর্জন উপজেলা, জেলা, বিভাগীয় ও রংপুর বেতারে শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি, ছড়াগান এবং ভাওয়াইয়া গান সাফল্যের সহিত পরিবেশন করে আসছে।

এছাড়াও র্অজন গত ২০১৮ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা র্কতৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করেছে।

র্অজন ইতিমধ্যে রংপুর জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় মিলিয়ে প্রায় ৩০ টির বেশি পুরস্কার লাভ করেছে।

লেখাপড়ার পাশাপাশি র্অজন বড় হয়ে সুষ্ঠু ধারার লোকসঙ্গীতে একজন গুণী শিল্পী হয়ে উঠতে চায়।