ট্রেনের টিকেট কিনতে লাগছে এনআইডি

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম রুটের পাঁচটিসহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক হয়েছে।

সোমবার থেকে কার্যকর করা এ পদ্ধতিতে টিকেট কিনতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দিতে হচ্ছে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার-বাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছিল। মূলত টিকেটের কালোবাজারি প্রতিরোধে এ ব্যবস্থা বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

আজ সকাল আটটায় শুরু হয় ২০ মার্চ যাত্রার টিকেট বিক্রি। চট্টগ্রাম-ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গৌধূলী এবং তূর্ণা’র যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়েছে।

এছাড়া ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের যাত্রীদের’ও একইভাবে টিকেট সংগ্রহ করতে হয়েছে।

এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে নিয়ে যাত্রীদের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া।

 

সুত্র : ঢাকাটাইমস