ফের নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বুহারি

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

 

নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে দুই দিন ধরে ভোট গণনা শেষে মঙ্গলবার বেসরকারিভাবে দেশটির নির্বাচন কমিশনের দেওয়ার ফলাফলের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তখনো দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করেনি।

৭৬ বছর বয়সী বুহারির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আকিতু আবুবাকার। বুহারি মোট ৪ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্টের চেয়ে ৪০ লাখেরও অধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে আফ্রিকার বৃহত্তম অর্থনীতি ও শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির প্রেসিডেন্ট হিসেবে বুহারিকে বেশ কয়েকটি কঠিন বাধা পার হতে হবে। এগুলোর মধ্যে ২০১৬ সালে মন্দায় পড়ার পর থেকে মন্দার ধাক্কা কাটিয়ে ওঠার সংগ্রাম করতে থাকা অর্থনীতির পুনরুজ্জীবন ও ইসলাপমপন্থীদের দশক পুরনো বিদ্রোহ দমন অন্যতম।

 

 

সুত্র : ডিএমপি নিউজ