২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হৃদয়ের রংধনু গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অ্যাডভেঞ্চারধর্মী ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রটি। আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাজীবুল হোসেন। ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান ছবির নির্মাতারা জানান, ৫৪টি জেলার দৃশ্য নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবিটিতে বাংলাদেশের বিভিন্ন লোকেশন দেখানোর পাশাপাশি তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর ভারতের আলোচিত চলচ্চিত্র উৎসব ‘গোয়া ফিল্ম বাজারে’ প্রথম প্রিমিয়ার হয়েছিল ‘হৃদয়ের রংধনু’। এবার সারা দেশের দর্শক দেখবেন ছবিটি। নির্মাতা রাজীবুল হোসেন বলেন, স্বপ্নের ছবি ‘হৃদয়ে রংধনু’ প্রায় দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে ছাড়পত্র পেল। পরিকল্পনা আছে দেশে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার। ছবিটিতে দেশি শিল্পীদের পাশাপাশি সার্বিয়ান অভিনেত্রী মিনা পেটকোভিচ অভিনয় করেছেন। এছাড়া আরো আছেন শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান এর আগে পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে ‘বালুঘড়ি’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন। ছবির ট্রেইলার: https://www.youtube.com/watch?v=-4Y8Y3ioiD0 SHARES বিনোদন বিষয়: হৃদয়ের রংধনু 120x600 #StayHome Sale 2020