টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

টাঙ্গাইলে মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে সন্তানের ভালোবাসা প্রকাশ করেছে।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের এসপি পার্কে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে হাতেখড়ি স্কুল।

অনুষ্ঠানে দেড় শতাধিক শিশু মায়েদের সম্মানে মায়ের পা ধুয়ে সন্তানের ভালোবাসা প্রকাশ করে। অনুষ্ঠানে দুই শতাধিক মা ও তাদের সন্তান এবং সুধীজনরা অংশ নেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী।