ইতিহাসের পাতায় মাশরাফি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

 

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার রেকর্ড বুকে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এবার আরেকটি অভিনব কীর্তি গড়ে তাতে ঠাঁয় করে নিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিন সংস্করণ মিলিয়ে শততম ম্যাচে অধিনায়কত্ব করার গৌরব অর্জন করলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

আজ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমেই অধিনায়কদের মহাকীর্তির তালিকায় প্রবেশ করেন মাশরাফি। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৪০তম অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শততম ম্যাচে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ২৮টি টি-২০তে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট অধিনায়ক নির্বাচিত হন ম্যাশ। ঐ সফরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মাশরাফি। ফলে পুরো টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। তবে ঐ টেস্টটি ৯৫ রানে জিতেছিলো। তাই রেকর্ড বই বলছে, একটি টেস্ট নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পেয়েছেন মাশরাফি।

তবে ৭১ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৪০টি জয় ও ২৯টিতে হার এবং ২৮টি টি-২০তে অধিনায়কত্ব করে ১০টিতে জয় ও ১৭টি হারের স্বাদ নেন মাশরাফি। ম্যাশের পরই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাবেক দলনেতা মুশফিকুর রহিম। ৯৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ৩৩২টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সুত্র: একুশে টেলিভিশন