তারুণ্যের পদচারণায় মুখর বই মেলা

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

আজ অমর একুশে গ্রন্থ মেলার দশম দিন। তারুণ্যের পদচারণায় মুখর ছিল দিনটি। বাবা-মার হাত ধরে মেলায় এসেছে শিশুরা-কিশোররাও। আর বরাবরের মতো লেখক-প্রকাশকদের ভিড়তো ছিলই।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দল বেধে মেলায় আসে শিক্ষার্থীরা। বিভিন্ন স্টল ঘুরে বেছেনেন পছন্দসই বই। সাইন্সফিকশন, গোয়েন্দা কাহিনীর বই সংগ্রহ করতে দেখা যায় তাদের।

এবারের বই মেলায়ও তরুণ প্রজন্ম মিস করছে হুমায়ূন আহমেদকে। শিশু কিশোরদের বইয়ের স্টল গুলোতে ছিল উপচে পড়া ভীড়। বাবা-মার সঙ্গে বিনোদনের পাশাপাশি বাংলা ভাষার ইতিহাস জানতে প্রাণের বই মেলায় আসে আগামী প্রজন্ম।

অভিভাবকরা বলেন, বই মেলার মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়া যায়।

মেলায় কবিতা, উপন্যাসের পাশাপাশি শিশু কিশোরদের বইয়ের কাটতি বেশ ভালো বলে জানিয়েছেন লেখকরা।
মেলার দশম দিনে আড়াই শতাধিক বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।