সামিট গ্রুপের চেয়ারম্যানকে জাস্টিন ট্রুডোর প্রশংসা SOHEL SOHEL TALUKDER প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮ পরিবেশবান্ধব জ্বালানির অন্যতম উৎস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাংলাদেশে সরবরাহের জন্য সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের প্রশংসা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার সিঙ্গাপুরে নিযুক্ত কানাডার হাইকমিশনার ন্যান্সি লিন ম্যাকডোনাল্ডের বাসভবনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রুডো সামিট চেয়ারম্যানের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অগ্রযাত্রা ও নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। জাস্টিন ট্রুডো অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আশিয়ান) ৩৩তম সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর সফর করেন। কানাডার ইন্টারন্যাশনাল ট্রেড ডাইভারসিফিকেশন মন্ত্রী জিম কার এ সময় উপস্থিত ছিলেন। Ref- bonikbarta.net SHARES ব্যবসা-বাণিজ্য বিষয়: 120x600 #StayHome Sale 2020