‘পাঠশালা’ দৌড়ালো বিগ বাংলা রান ঢাকা হাফ ম্যারাথনে

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

‘সব মানিকের জন্য স্কুল চাই’ গান নিয়ে ‘পাঠশালা’ চলচ্চিত্রের কলাক‚শীলবরা গতকাল বিগ বাংলা রান, ঢাকা হাফ ম্যারাথন ২০১৮ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। শিশুতোষ চলচ্চিত্র পাঠশালা নির্মাতা-শিল্পীদেরও চাওয়া, জীবন পথের দীর্ঘ দৌড়ের মাঝপথেও আমরা যেন থেমে না যাই, যেন বাঁচিয়ে রাখি জয়ের স্বপ্নটাকে। বাংলাদেশের ঝরে পড়া শিশুদের শিক্ষাজীবন নিশ্চিত করার প্রত্যয়ে নির্মিত ‘পাঠশালা’ চলচ্চিত্রটি আগামী ২৩ নভেম্বর এক যোগে মুক্তি পাচ্ছে দেশব্যাপী। মানিক নামের এক স্বপ্নবান শিশুর জীবন জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।