মার্কিন সিনেটে উচ্চ পর্যায়ে বিজয়ী বরিশালের আবুল খান গুড নিউজ গুড নিউজ প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি আবুল খান। রিপাবলিকান পার্টি ডিস্ট্রিক্ট-টোয়েন্টি থেকে টানা তৃতীয় মেয়াদের জন্যে ‘স্টেট রিপ্রেজেনটেটিভ’ হলেন তিনি। আবুল খানের বাড়ি বরিশালের ভান্ডারিয়া। আবুল খানই একমাত্র রিপাবলিকান যিনি মার্কিন প্রশাসনে উচ্চ পর্যায়ের নির্বাচিত বাংলাদেশি। মঙ্গলবার রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর আবুল খান বলেন, ‘সকলের দোয়া চাই মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ওঠার জন্য। একই সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতেও আমি বদ্ধ পরিকর।’ Ref – jagonews24 SHARES আন্তর্জাতিক বিষয়: 120x600 #StayHome Sale 2020