অবশেষে সেন্সর ছাড়পত্র পেল হৃদয়ের রংধনু

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

দুই বছর সেন্সর বোর্ডের সঙ্গে যুদ্ধ করার পর সনদ পেলাম। এটা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য দারুণ একটি উদাহরণ- আজ সেন্সর সনদ হাতে পেয়ে ছবিটির নির্মাতা রাজীবুল হোসেন ফেসবুক পোস্টে এ কথা লিখেছেন।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

তিনি আরও লেখেন, ধন্যবাদ জানাই সকল গণমাধ্যম কর্মীদের। তারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আমার টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞ তারা আমার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শিগগিরিই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির মুক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাবো।দেশের প্রথম অ্যাডভেঞ্চার সিনেমা ‘হৃদয়ের রংধনু’ যার ইংরেজি ট্যাগ ‘লাইফ ইন রেইনবো’।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

এ চলচ্চিত্রে গুরুতপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সার্বিয়ান মডেল মিনা পেটকোভিচ।আরও অভিনয় করেছেন মুহতাসিন সজন, শামস কাদির, খিং সাই মং মারমাসহ অনেকে।

এর আগে পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে ‘বালুঘড়ি’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন।

https://www.youtube.com/watch?v=-4Y8Y3ioiD0