উস্তাদ আজিজুল ইসলাম’র সকালের রাগ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

রাগ বাজিয়ে শোনালেন উস্তাদ আজিজুল ইসলাম

সম্প্রতি দেশের সঙ্গীত বিষয়ক একমাত্র পত্রিকা মাসিক ‘সরগম’ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করলো চমৎকার এক বাঁশি-সকাল। সেখানে ‘সকালের রাগ’ সকালেই বাজিয়ে শোনালেন উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত সাধক ও বিশ্বনন্দিত বংশীবাদক একুশে পদকপ্রাপ্ত উস্তাদ আজিজুল ইসলাম পরিবেশনা শেষ হলে অনুষ্ঠানের প্রধান অতিথি হাশেম খান সরগম’র পক্ষ থেকে উপহার হিসেবে শিল্পীর হাতে ‘স্মারক ক্রেস্ট’ তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এছাড়াও এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরগম’র সম্পাদক কাজী রওনাক হোসেন, ড. নিমাই মন্ডল প্রমুখ। ওস্তাদ আজিুজল ইসলামের একক এ বাঁশরী সকলে বরাবরের মতোই সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট বক্তিবর্গের পাশাপাশি বিপুল সংখ্যক উচ্চাঙ্গ সঙ্গীত ও বংশীবাদন প্রেমীরা  মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।